Site hosted by Angelfire.com: Build your free website today!

‘স্বপ্ন সীমাহীন’ দিয়ে যাত্রা করবে নাগরিক টিভি


Last updated: Thursday March 1st, 2018 06:14am



রঙিন ডেস্ক: অবশেষে সম্প্রচারে আসছে অকাল প্রয়াত মেয়র, ব্যবসায়ী ও টেলিভিশন ব্যক্তিত্ব আনিসুল হকের টেলিভিশন চ্যানেল ‘নাগরিক’। ‘স্বপ্ন সীমাহীন’ শিরোনামের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে চ্যানেলটি। উদ্বোধনী অনুষ্ঠান সন্ধ্যা ৭টায় সরাসরি বঙ্গবন্ধু আন্তর্জাতিক কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে।


চলতি বছরের ৬ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে পরীক্ষামূলক সম্প্রচার শুরু করে টেলিভিশন চ্যানেলটি। আনিসুল হকের নেতৃত্বে প্রায় চার বছর আগে কার্যক্রম শুরু করে নাগরিক টিভি। তার সহধর্মিণী, মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হকও শুরু থেকেই প্রতিষ্ঠানটির পরিকল্পনা নিয়ে কাজ করেন। ২০১৫ সালে প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে যোগ দেন উপস্থাপক-নির্মাতা ডা. আব্দুন নূর তুষার। তাদের নেতৃত্বে বাণিজ্যিক সম্প্রচারের যাবতীয় কার্যক্রম চূড়ান্ত করে নাগরিক টিভি।


চ্যানেলটির প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুন নূর তুষার বলেন, ‘আমরা চেষ্টা করছি মানুষের পছন্দ হয় এমন অনুষ্ঠান নির্মাণ করতে। সত্যি বলতে মানুষের ভালোলাগাই আমাদের কাজের একমাত্র পুরস্কার। আশা করছি দর্শক আমাদের আয়োজন পছন্দ করবেন।’


আজ উদ্বোধনী আয়োজনের পর পরই পর্দায় থাকবে চারটি ধারাবাহিক। এগুলো হচ্ছে শিহাব শাহীন পরিচালিত ‘লিপস্টিক, আনিসুল হকের রচনায় আলভী আহমেদের পরিচালনায় ‘শ্বশুর আলয় মধুর আলয়’, রেদওয়ান রনি পরিচালিত ‘ক্যান্ডি ক্রাশ’, মাইনুল হাসান খোকন পরিচালিত ‘আমি তুমি সে’।


চ্যানেলটিতে পর্যায়ক্রমে আরো থাকবে সরাসরি গানের অনুষ্ঠান ‘নাগরিক ক্যাফে’, দুই বাংলার অভিনেত্রীদের অংশগ্রহণে নাচের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘বাজলো ঝুমুর তারার নূপুর’, কার্টুন সিরিয়াল ‘সুপারম্যান’, স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান ‘দেহঘড়ি’, ঝটপট রান্নার কলাকৌশল এবং বিভিন্ন অঙ্গনের সেলিব্রেটিদের আড্ডার অনুষ্ঠান ‘মারিয়ার রান্নাঘর’, ভ্রমণবিষয়ক গেইম শো ‘সোলেমান হাজারি’, অনিমেষ আইচ নির্মিত ‘জোছনাময়ী’, ফেরদৌস হাসান পরিচালিত ‘একপা দুপা’ সহ আরো নানান অনুষ্ঠান।

এসএল/এএইচ